রমেন্দ্রর প্রতি ঃবিশ্বনাথ বন্দ্যোপাধায়
কোনদিন হয়নি চেনাতোমার কবিতায়
যায়নি যে কবিতার অন্দরে
তবু তুমি উঠলেযখন
কাব্যকলার শিখরে
তখন তন্নতন্নখুজি
দেখিকী আছে শব্দগভীরে ৷
ক্রিয়াশেষে কামাতুর প্রাণ
লাভ করে যে রসের সন্ধান
তোমার কবিতার বয়ান দেয় দুর্লভ রসের ভিয়ান ৷
তব কবিতার স্তরেস্তরে যে মধু
সাগ্রহে তাপানকরে বঙ্গবধূ ৷
সেইসব রসবতীকন্যা ৷
কর্মে ত্যাগেপ্রমে হয়অনন্যা
তাইবলি ফিরেএসো আবার
ঋজু হ’য়ে কলমধরনা ,
এইটুকুই আমাদের কামনা ৷৷
…