‘রাখী’বন্ধনদিনে রাখীতে সকলে বেঁধে রাখি
ভ্রাতা ভগিনীরূপে সকলেরে জেনো কাছে ডাকি৷
শ্রাবণী পূর্ণিমা আসে দেখি এই অবনীপর
বিচিত্র রঙীন রাখী তাই দেখি ঘর ঘর ।
রাখীর রঙ লাগে জানি মানুষের মনে
তাই তারা ছুটে আসে ধরা দিতে বন্ধনে.
এ বন্ধনে ক্লেশ নাই,নাই কোন গ্লানি
নাই কোন ভেদাভেদ,নাই হানাহানি,
সুদূর অতীত হ’তে তাইতো একে মানি.
মেনে চলে সকলেই কিবা প্রজা,কিবা রাজারাণী ৷