রবীন্দ্র সেতু ঃ
তোমার বুকে পা রেখে হেঁটে চলেছি দিনরাত
তবু পায়নি কখনো তোমার অন্তরের মৌতাত
তাই বাড়াতে পারিনি সেই সম্প্রীতির সাদা হাত ,;
অথচতুমি কেমন অনায়াসে মিলিয়েছ কত হাত ।
এক পা রেখে হাওড়ায় আর পা রেখে কলিকাতায় ;
তুমি কেমন মিলিয়েছ দুই প্রাচীন নগর সভ্যতায় ৷
তোমার কারণে তাই আমাদের গর্বের সীমা নাই ,
তবু তোমার হীন আচরণে মাঝে মাঝে দুখ পায় ৷
যে ঋষিকবির নামে তুমি হ’লে আজ নামাঙ্কিত
বুঝিনা অযথা তারে কেন কর নিত্য কলঙঙ্কিত ৷
তোমার দোসর সব হয় কেন এমন দুর্বিনীত
কথায় কথায় পথিকেরে করে নানাভাবে লাঙ্ছিত ,
বিকৃত মস্তিষ্ক নিয়ে কেহ কেহ দেয় জলে লাফ
মরণঝাঁপে তারা বুঝি জলের গভীরতা করে মাপ ৷৷
আলোকিত ও শব্দায়িত আজ তোমার চত্বর
ভাবি কেন তবু বদলায়না তোমার অণ্ধ অন্তর ।
তবুও তোমায় মনে রাখবো সেই সম্প্রীতির হেতু
যে সম্প্রীতির কবির নামে তুমি হলে‘রবীন্দ্র সেতু