আবী প্ড়াণাম.........................................................................................................................
কার সে কথায় ভূবনডাঙ্গায়
ঝরলো মধুর সুর ,
কার সে ভাষায় পরাণ জুরায় ,
প্রাণে জাগে মিলন মধুর ,
কার সে গানে ঝরে কানে কানে
মিষ্টি মাদক পরশ ,
কোন সে কবি ছন্দে আঁকে ছবি ,
প্রেমে করে সবে বশ ,
আর কেউ নয় সে যে অক্ষয় ,
মোদের রবিঠাকুর ।
মনের কালো ঘুচিয়ে আলো
সবে জাগালো তাইতো সে ভালো ।।
.........................................................................................
এলোশীত