প্রজাতন্ত্র দিবসে
আমাদের পূর্বপুরুষরা চেয়েছিলেন
পরাধনতা অন্ধকার দূর ক’রে
স্বাধীনতার নতুন রঙিন সূর্য ,
সেইমত ২৯শে আজকের দিন
পেশ হোলপূর্ণ স্বাধীনার দাবী.
অহিংসbbআন্দোলন পেলআো রো শক্তি
একসাথে চলল সশস্ত্র বিপ্লব ;
যা ইতিহাসে হলো বিরল
অবশেষে সাতচল্লিশে এলো স্বাধীনতা ৷
কিন্ত শুধু স্বাধীনতা নয় কাম্য
চায় প্রজাতন্ত্র সকলের সমান অধিকার
তাই রচতহল সংবিধান কমিটি ,
রাজেন্দ্রপ্রসাদ ও আম্বেদকরের সৌজন্র্যে
রচিত হলো বিশ্বেরসর্ববৃহৎ সংবিধান ৷
মূল লক্ষ্য হল বিভিন্নতার মাঝে রক্ষা ঐক্য
আর রক্ষা সকলের মৌলিক অধিকার .
তাছাড়া রক্ষা কেন্দ্র ওরাজ্যের ক্ষমতার সীমারেখা ৷
এভাবেই এল আজ তিয়াত্তরতম প্রজা তন্ত্র দিবস
রাষ্টপপতি কত্তৃক জাতীয়পতাকা উত্তোলন
আর দেশের তরে কল্যান ভাষণ