প্রণাম
                     প্রণাম তোমায় হে গৌরকান্তি নয়নাভিরাম
                    বিশ্বমাঝে রচিলে যে যতনে ভারতের নাম
                    কত মুনী ঋষি ,কবি দেখেছিতো এখানে
                    যূগে যূগে সুর কত ঝরেছে তাদের কথা ও গানে
                    আজ তারা সব পিছু হটে তব সুরের উজানে ,
                    তোমারই গানে আজ সুর জাগে প্রাণে প্রাণে ।
                    জন্মদিনে তাই জানাই তোমায় সশ্রদ্ধ প্রণাম ।
                    প্রণাম তোমায় হে সৌম্য ,হে নয়নাভিরাম
                    এ দেশের বহু মানুষের পুড়িয়েছ মনস্কাম
                    তুমি অনন্য বিশ্বের স্নেহধন্য ভারতের সন্তান
                    বেঁধেছ যতনে প্রাণে প্রাণে রেখেছ রাখীর সম্মান ।
                    সে প্রেমের আলো অচিরে বাড়ালো চেনাজনের বৃত্ত ,
                    ভূলে বিভেদ সব বিচ্ছেদ সবে প্রেমে হই সম্পৃক্ত ,
                    আজ বিশ্বের ঘরে মনের দুয়ারে শুনি তোমারই নাম
                    প্রণাম তোমায় হে বরেণ্য হে নয়নাভিরাম ।
                    প্রণাম আজি হে সৌম্য ,হে নয়নাভিরাম ,
                    চিত্রে কাব্যে দর্শনে প্রেম প্রীতি বর্ষনে তোমার সাধনা ,
                     দেশের দশের সব মানুষের তরে কর মুক্তির কামনা ,
                     তোমার জন্মদিনে সব মলিনে বিনাশে তব সংগ্রাম ,
                      বিশ্বের ঘরে বহু সমাদরেশোভে তব নাম
                      প্রণাম তোমায় হে ঘৌরকান্তি হে নয়নাভিরাম