পঞ্চপদী
          সাহিত্যে শিল্পে কৃষিতে ছুটুক রথ
         জীবনে সর্বত্র জাগুক বাঁচার শপথ
         তাই ভালবেসে সবে পড়াও
        আর বন্ধ দোর খুলে দাও
        পেতে দাও সবে রোজগরের পথ ।
    ২২)সতর্ক পদক্ষেপই দেয় যথার্থ দাম
     সেই জীবনকে করতে পারে ছিমছাম
    তাই বলি ধীরে চল পুরাতে মনস্কাম
    লঘু ছন্দে কর চিন্তা হয়েনাকো উদ্দাম
    তবেইতো বুঝবে জেনো,সময়ের দাম ৷