মাপরিবেশ পরিবেশ ছড়া ঃ---
বিষাক্ত তাই তার উন্নতি ভাবে বিশারদ
বিশুদ্ধ বায়ু,জল পেতে মেতে উঠে যে জনপদ ।
আর পেতে শুদ্ধ বৃষ্টি যা কৃষির সহায়ক
মাঝে মাঝে তাই বৃক্ষোৎসবে তে সম্পাদক ,
অসুস্থ বেষ্টন তবু মানুষে যে করে শ্বাপদ ।
২
ঘরের বর্জ্য দূর করে গড়ি যে বর্জ্যভূমি
দূর্গন্ধে ভরে মাঠ তার গন্ধ পাওনা তুমি
জৈব বর্জ্যে রাখো বাগানের গহ্বরে
ধাতুর বর্জ্য সব যাক শিল্পের চত্বরে
অবশিষ্টে দগ্ধ করে জ্বালানী পাও তুমি ।
দিনে রাতে পায় লোডসেডিংয়ের জ্বালা
থাকতে বিজলী কেন জেনারেটরের আলা
বিজলী নাই তবু নিত্যি বাড়ে তার বিল
লাফিয়ে চলে তা লাগিয়ে পুরা দিল
শব্দে পাগল আর ধোঁয়ায় চোখে জ্বালা ।