কুড়িকে বিদায় জানিয়ে একুশের আগমন
উপভোগ করে হর্ষবিশাদেভরা সব জনগণ
ইংরাজী মতে দিন শুরু রাত বারটায়
সেইমত মাতে সব নাচে গানে ও হল্লায়
আনন্দের ঢেউ বয় তাই দেখি বিশ্বমাঝ
সকলেই মাতে তাতে বিশেষ খৃষ্টীয় সমাজ ।
গ্রাম ,গঞ্জ,নগরের গৃহ ওরাজপথে আলোরহার
আর চলে রাতভর নাচ গান সহ নানা সম্ভার ।
কুড়ি নিলেও বিদায় বিদায় হয়নি করোনার চাপ
করোনা আবহে তাই চায় সদা সতর্কতার ছাপ ।
এস প্রার্থনা করি সবাই ,’করোনা লউক বিদায়
একুশেতে সবে ভয়মুক্ত প্রাণচঞ্চল জীবন চায় ।