নেতাজীকে
তুমি ছিলে আজন্ম স্বাধীনতার সৈনিক
দেশের মুক্তিই চিন্তার রসদ দিল দৈনিক ।
ছিলে বিবেকের ভাবশিষ্য ও চৈতন্যপন্থী তুমি
চেয়েছো যেকোন পন্থায় মুক্ত করতে মাতৃভূমি।
দেশকে চিনতে বিবোনন্দ হোলেন পরিব্রাজক
দেশের লোকের ইচ্ছা তুমি সেপথে করলে পরখ ।
সুযোগ হাতড়ে বিদেশে গিয়ে গড়লে সৈন্যবাহিনী
দুর্যোগভরা দিনে দুস্তর লড়াই,সেযে অমরকাহিনী।
দেবতা বিরূপ দুর্যোগে নষ্ট বারুদ,বন্ধ রসদ
সমর্পন ছাড়া গতি নাই নাই অন্য কোন পথ ।
তাই ক’রে বাঁচালে সন্যদের আর বিদেশে দিলে পাড়ি
আশা ছিল নতুন শক্তি নিয়ে ফিরবে যে তাড়াতাড়ি।
কিন্তু আশা কুহকিনী তাই দোল তুমি মৃত্যুর দোলনায়
দেশবাসী আজও আছে জেনো তোমার ফেরারঅপেক্ষায় ৷
বিশ্ব দেখেছে আজন্ম তোমার প্রতিবাদ ও যুদ্ধে পরাক্রম
তাই আজ তব জন্মদিনে ‘পরাক্রমদিবস’ব;লে ভাঙ্গি সবভ্রম
‘দেশনায়ক ‘তুমি রবীন্দ্রনাথ দিল সে অলঙ্কার (২৩/১ /’২১)
দেশের মাটি তোমায় পেয়ে আজও করে অহঙ্কার ৷