নেতাজী স্মরণ
জ্ঞা ন হওয়ার পর থেকে আমার
চোখেে ভাসছে দেওয়ালের ঘোড়সওয়ার
রাণা প্রতাপ ও শিবাজীর মতন
সেইদুরন্ত দ্বিগবিজয়ী নেপলিয়ন ৷
চোখে মুখে তার অদ্ভূত এক দ্যূতি
বলিষ্ট দেহমনে তেজস্বী আস্ফালন
দেখি আর ভাবি তব পরা্ক্রম ,
লঙ্কাজয় জাতির দেে অধঃপতন
তাই রুখে দিতে তব যুদ্ধর পদক্ষেপ
দেখে কেউ খুসি ,কেউ করেআক্ষেপ ৷
শুধু নয় বন্ধু কী আ্মীয়স্বজন
শ্রুকেও দাও তুমি যথার্থ সম্মান
তুমি হলে প্রিয় এমনি মহান ৷
চরম শৃঙ্খলে বেঁধে জাতির জীবন
গড়তে চেয়ে সুন্দর স্বাধীন দেশ
দিকে দিকে পাঠালে সম্প্রীতি সন্দেশ ৷
তাই পরাধীন জাতির মুক্তির জন্য
শত্রুরও সাহায্য নিতে করনি কার্পণ্য
কারণ কৌটিল্য শাস্ত্রের সে বিধান
শত্রুর শত্রু হলো মি্রে সমান ৷
চারিিদিকে চলে আজ বড়লোকী মৌতাত
সাধারণ মানুষের পেটে নাই ভাত
নাই বস্ত্র ;নাই মাথার উপর কোন ছাদ ৷
আর আছে চারিধারে দূষিত বাতাস
তোমার স্বপ্নেরর দেশে এই চিত্র আজ
বিবেের ভাবাদর্শে তৈরী চিত্তের আদর্শবাহী
রসবিহারীর সাফল্যের হ’য়ে অংশীদারী
আন্দামানে ,ইম্ফলে তুলে দেশের পতাকাটি
প্রাকৃত্রি দুর্যোগ ারিয়ে যোগাযোগ তুমি
দিলে পাড়ি শক্তি সঞ্চয়ে,তারপর নীরব ইতিহাস ,
উন্মুখ জাতি শুধু ফেলে দীরর্ঘ শ্বাস
তোমার শতত্তোর রজত জনন্মদিনে সবাই
তাই পেতে চাই কিছু আশ্বাস ৷