নেশা
                      মদির রাতের নেশা নামে  সব চোখে  
                    প্রহরীরও চোখে তাই নামে ঢুল
                   সত্যের দেয়ালে মিথ্যেরা কাটে সিঁদ
                  বিপর্য্যয় আসে তাই ধ্বংসের সমতুল ।
                 তবু  যতই গভীর হোকনা এই নেশা
                 অচিরে  একদিন সবে দেখো  জাগবই
                  আঁধার যতই  হোকনাক গভীর
                  একদিন ঘরে ঘরে আলো জ্বালবই
                  শ্যানের কুদৃষ্টি নিয়ে তাকাও না যতই
                   সভ্যতার জাল দিয়ে তাকে ঢাকবই
                  আমাদের মুখ তুমি চেপে রাখ যতই
                   একদিন কুবুদ্ধি তোমার ফাঁস করব ই ;
                   কিভাবে ভাবলে তোমা সব দোষ ভূলবই
                    অচিরে দেখো তোমাই চিতায়তো তুলবই ।