নূতন বৎসর
আজ বৎসরের প্রথম দিন ,
সূর্যোদয়ে দেখি নূতনের হাতছানি ,
স্বপ্নকে বাস্তবে আনতে ফেলি পা ,
কিন্তু মন বলে এভাবে হবে না ;
বৈভবে জীবন হয়না গড়া
সংগ্রামেই ঘাটতি পড়ে ধরা ,
শুধতে সততার ঋণ ।
হারিয়ে গিয়েছে সত্য ,
মানবতাও নিয়েছে বিদায়
তখন তো সুদিনের হেতু ;/
বাঁধতে হবে নবীনে প্রবীণে সেতু
/নাই অন্য কোন উপায় ।
তততাইতো বলি এস নতুন দিন
সঙীন ভূলে জীবন কর রঙীন ।