নারী দিবসে
নারীতো সৃষ্টিধর্মী মহিয়সী তার প্রাণ
তবে কেন বর্ষমাঝে সপ্তাহ বা একদিন
করবো মোরা তাদের সে বন্দনাগান !
তাতে কি শোধা \যাবে জীবনের ঋণ !
বেদে পুরাণে,মহাকাব্যে দেখি তার
নানাবিধ কাজের বচিত্র সম্ভার
যখনই জীবন হয়েছে রঙ্গিন কি সঙ্গীন
আমরা লয়েছি দেখি নারীরই স্মরণ ,
দেবীরূপে কত্রীরূপে করেছি তার ভজন
তবে কেন নয় তার সর্বদা অভিনন্দন ?
বিধাতার অমোঘ সৃষ্টি হলো নারী
আজও বিশ্বে সবকাজের সফল কান্ডারী
কী রণক্ষেত্র,কী অভিযান সফলতায়
কী ক্রীড়াক্ষেত্র .কী আবিস্কার চেতনায়
আজও দেখি তারা আর কারো পিছে নাই ৷
মাতা,কন্যা ,ভগিনীরূপে বা হয়ে বনিতা
স্নেহে আর প্রেমে নাই তাদের ভনিতা ৷
এভাবেই থাকে তারা পুত্রের বা ভ্রাতাপাশে
পুরুষের ই মঙ্গলের অভিলাসে
এভাবে চলে দেখি কাল থেকে মহাকালে
তারপর চলে যায় বিস্মৃতির অন্তরালে ৷
তাই বলি সপ্তাহ প্রতীক হলেও প্রতিদিন
নারীকে মর্যাদা না দিলে মানবতা হবে দীন ৷