জীবনের উৎসবে নবীনের কলরবে
জাগে কত আশা আর ভালবাঁসা
ভূলে যায় তাই সব যন্ত্রণায়
না পাওয়ার ব্যথায় শুধু প্রলেপ লাগায়
প্রতিশ্রুতির ঝর্ণায় স্নান করিযে সবাই ।
জানিনা কখন হ’য়ে দুঃখহরণ
ব্যথার জীবন পাবে সঞ্জীবন
যোগের সাধন জাগাবে স্পন্দন
কৃষ্টিরই ভূলে সৃষ্টিরই মূলে
জাগছে দেখি কাঁপন বিনিদ্র রাত্রিযাপন
করোনার আক্রমন সুখ করেছে হরণ ।
মনের যাতনা প্রকাশ করেনা
দুখের জ্বালায় নবীনেরা হায়
পথ খোঁজে ভাই বাঁচার উপায়
তবু দেখ তাই নববর্ষে সবাই
এসো স্বাগত জাণায় উন্নয়ন কামনায়
ভয় নাই করোনায় জহী হবো চেতনায় ।