মুজিবর স্মরণে
বহুদিন ধ’রে রক্তের অক্ষরে লিখেছি তোমার নাম । ।
বাংলার নেতা বিপ্লবের হোতা
তুমি মুজিবর রহমান ।
এ বিপ্লব মানেনা কোন ভয়
মানেনা কোন পরাজয় ,
বুকের আগুনে জ্বালে বারুদ ;
বর্বরতার বিরুদ্ধে লড়ে ,
ঘরে ঘরে দুর্গ গড়ে ,
আনে মুক্তির চেতনা অদ্ভূৎ ।
এই বিপ্লববাণী তোলে কলতান
জয়ধ্বনি দেয় সাতকোটি সন্তান ।
কামানের গর্জন ঢেকে
শুনি মানুষের জয়গান ।
তোমার সে উদ্দাত্ত আহ্বান
পৌঁছায় শত সহস্র কান
ছুটে এসে তারা করে প্রাণদান
ভাস্বর তুমি তাই মুজিবর রহমান ;
তোমাকেই ভালবেসে
প্রাণ দেয় হেসে হেসে
মুক্তি ক্ষেত্রে দেয় কোরবান
বাংলার গর্ব মুজিবর রহমান ৷
তখনো কিছু অবুঝ প্রাণ ,
না বুঝেই করে বিরোধিতে যোগদান
তোমার উপর ক’রে আক্রমণ
বিষিয়ে দিল জাতির অপাপমন
ওরা জানেনা কী ভূল করে
নিন্দা কুড়াল বিশ্বের ঘরে ঘরে আপন
ওরা বোঝে না গান্ধী বা রহমান
হত্যায় তাদের আদর্শ হয়না ম্লান ;
বরং ছড়ায় তাদের সুনাম ।
তাদের আদর্শ নেয় বিশ্ব
হত্যাকারীরা সমাজে নিঃস্ব
স মাজের যত ধিকৃত শয়তান ।
তোমাদের তাই বলি বারবার
গান্ধী ,রহমান ,আর লুথার ,
তিন ধর্মের প্রতীক সেবার ,
বিশ্ববাসী সাথে তাই জানায় নমস্কার ।।