মৃত্যুকে
ওরে মৃত্যু তুই মোরে
কী দেখাস ভয়
আমি পুত্র অমৃতের
আমি মৃত্যুঞ্জয় ৷
দেহের বিনাস ঘটিয়ে
মানাতে চাও পরাজয় ,
কিন্তু সে চক্রান্ত বৃথা
তাতো সম্ভব নয় ৷
কারণ আমি ভজি নিত্যসুন্দরে
মঙ্গলের কৃপালাভ তরে
সত্যের দীপশিখা জ্বালি
অন্ধকার সব ঘরে ৷
ধর্মতো জানি বিশ্বাস
তোমার আর আমার
ভেদআছে কিছু চিন্তায়
ভেদ নাই অমোঘ আত্মার ৷
অর্থ নয় যশও চাহিনা
চাহিনা কোন সম্ভার  ,
শুধু চায় যে সাক্ষাৎ
কর্মযজ্ঞে অমর আত্মার ৷
তাই মৃত্যুরে করিনা ভয়
স্মৃতির মন্দিরে নিত্য জয়
যদি আমি ভুলে না যায়
কর্মযজ্ঞে আত্মার সঞ্চয় ৷