মিছিল
        মিছিল চলছে ওই চলছে মিছিল
             সামনে পিছনে ফাঁক নাই একতিল ,
                গৃহবন্দীরা সব আজ ভেঙ্গেছেযে খিল
                জানাতে এসেছে আপন ভাবনা খুলে দিল ৷
                 আকাশের রঙ  নয়তো তেমন নীল
                  তবু বৃষ্টির ভয়ে ক্ষীণ হয়না মিছিল ৷
                  অনেক রক্ত ঝ’রে পথ হয়েছে পিছিল ,
                  সেই পথ ধ’রে খালি পায়ে ছোটে মিছিল ৷
                  কেউচায় দুটী ভাত ,কেউ চায় দুটি ‘পিল ‘
                  কেউ চায় কিছু জমি বুনতে ধান ,আলু বা তিল ৷
                  কেউ চায় একটু ছাদ ,কেউ চায় দেনাটাবাতিল ,
                  কেউ চায় ভূলে দ্বেষ হ’তে সবার সামিল৷
                  গাঁয়ে গঞ্জেরাজপথে চলে মিছিল
                   সামনে পিছনে ফাঁক নাই একতিল ,
                  আজ যারা ঘরে ব’সে হৃদয়ে লাগায় খিল
                  কাল ভোরে দেখো তারাাইহহয়য়েেছে সামিল ৷