মাতৃ দিবস
জন্মলগ্নে সব দেশে সব শিশু
সে হোক বুদ্ধ ,হজরত ,কি যীশু,
ভয়ার্ত চমকে কেঁদে বলে ‘ওঁয়া’
‘কী আশ্চর্য’!কোথা এলেম আমি’মা’!
সেই থেকে শিশু নিয়ে চলে সেবা
আর তুমি মুগ্ধ চিত্তে কর তার সেবা ।
এভাবে সেবা ও স্নেহে কর তারে মানুষ
কচিৎ কখনো তারা উড়ে যেন ফানুস ।
সেই মায়ে বছরে একদিনই স্মরণ!
জানি তা প্রতিকী,তবু সায় দেয়না মন ৷
সেবা গুণে স্নেহগুণে যিনি হন দশভুজা
মনে মনে রোজ যার ক’রে থাকি সবে পূজা
মানতে পারিনি তাই কাল পুড়াইনি সাধ
আজ তারে স্মরণ করি,করি প্রতিকী প্রতিবাদ
প