মাটি এখনো নরম
সাগরের নীলজলে নেমে এল রণতরী আবার
ভয়ে ভীত তোমারা বললে ‘যুদ্ধ লাগল এবার ‘
আমরা বলি’ দেখ রুখবই এই আসন্ন সংহার
বিশ্বের সব শিশু ও কিশোর মিলে একবার
সীমান্তে গড়ব শক্ত সে ভালবাসার কাঁটাতার
… সেখানে হবেই বিফল মর্টার ,দধিচির ও হাড় ।
তোমরা ব্স্ সবে ভরতে জীবনখাতার বকেয়া কলম
আমরা বলি মিথ্যে.ভাবনা,পৃথিবীর মাটি এখনো নরম।
দানবের বুক পাহাড় করা নয়তো এত সহজ
ব্যর্থ হবেই করতে তা অমানুষের মগজ ।
বিশ্বের সব ছোটরা আজ হয়েছি যখন একঠাঁই
কোন সে পিতা আঘাত হানবে মোদের পাঁজরায়q1
রণতরী আর উড়োজাহাজ হাওয়া করুক নাগরম
যুদ্ধ তো রুখবই জেনো আমাদের বুক এখনো নরম ৷