আজকের দিন বড় দুর্যোগের দিন ভারতে
জাতির জনকে’পারিনি বাঁচাতে আততায়ী হতে
এক দৈনিক ধর্মসভায় প্রাণ দিতে হল বাপুকে
এক ধর্মান্ধের গুলি এসে লাগল যে তার বুকে ।
জনতার মাঝে ‘হায় রাম’ব’লে পড়েন তিনি ঢলে
লজ্জার সে কথা বলতে জনতার চোখ হয় ছলছলে ।
আততায়ী নাথুরাম জানি ছিলনাতো বিধর্মী ভাই কোন
বিশ্বের ধিক্কার মঝে আজ দেশে তারই বন্দনাগান শোন ।
রামভক্তের হতার পাপ ঘুচবে কি এক রামমন্দির তুলে !
আততায়ী আর তার সঙ্গীদের ইতিহাস যাবে কিগো ভূলে !
বাপুজী তোনায় ভূলবেনা জাতি কোন ছলনার কৌশলে
শহীদ তোমায় পূজা করি এসো অঝর ধারার অশ্রুজলে