মা ঃ
একটাই কথা একটাই শব্দ
সব সমাজের দস্যুতা করে স্তব্ধ
দুষ্ট লোককেও করে দেখ জব্দ ।
মা ডাকের একটাই আওয়াজ
তাতে আপনিই হয় সব কাজ ,
নিত্যই গড়েউঠে প্রেমের তাজ
মা ডাকে সবার দেহে বাড়ে শক্তি
মনেতে জাগে জেনো অসীম ভক্তি
কেটে যায় দুঃখ আর সব আসক্তি ।
মা ডাকেতে বুকে জাগে অদ্ভূত তেজ
কষ্টের মাঝেও পায় সুখের আমেজ
মেরুদেশে যেন দেয় প্রাথমিক সেচ ৷
অপার সাহসে ভ”রে উঠে তাই বুক , তাই কাছে যেতে হই সবে উন্মুখ
ভয়ে বুক করেন না ধুকপুক
মা ডাক তো নয় শুধু এক শব্দ
ওই ডাকে হয় সবকিছু উপলব্ধ ,
শক্তির কল্পনায় মৃত্যুও হয় জব্দ ।।