শেষঘন্টা
ভোরের কুয়াশা মাঝে ঘণ্টা বাজে
চলে দেখি দিনের প্রথম ট্রাম
জীবনের কুয়াশা কাটাতে জানি
ি শুরু হবে আমাদের জীবন সংগ্রাম ।
সময় গড়িয়ে যাবে হবে আঁধার
চোখে বৃষ্টি নামবেতো োবারবার
তবু বুঝবেনা সে চঞ্চল মনটা
াশুনতে চাইবে শেষট্রামের ঘণ্টা
তারপর সব শেষ অফুরন্ত অবসর
পৃথিবীর ছেড়ে যাবে এক অন্যঘর ।