ক কোথায় আছে
কোথায় আছে শুনি মিলের আওয়াজ ,
তাউৎসবে কোথা য় করেগো বিরাজ
সম্প্রদায়ে সম্প্রদায়ে মিলের কাজ
সে শুধু আমার তোমার এই দেশে
যেথা কাছে ডাকে সবে ভালবেশে ।
জানি বলবে ত্র মেলেনা হেথা ;
এখন বিপদে আপদে সাহাষ্যে নেই ,
বিপদের সুযোগে লুটে সকলেই ,
তোমার দুঃখে অন্যে পায় আনন্দ ,
বিশ্বাস উধাও ,আছে শুধু সবে সন্দ ।
ঘরে ঘরে আজ দেখি যে বিবাদ ,
জাতি ,ধর্ম ,বর্ণভেদে মিলন বরবাদ
তবুও এদেরই প্রাণ জেনো চায়
কারণ এরা মিশে আছে মোর সত্ত্বায় ।