বিশ্বব্যাপী ভয়াল সঙ্কটদিনে
ভাবনা নয় মিছে কেন বাধা অনুষ্ঠানে
কেন বাধা ঘেঁষাঘেঁসি চলনে ,কথনে
ভাবে যারা সন্দেহ কি হয়না বুদ্ধির নিশানে !
করোনার নাই কোন বিষবায়ু রচনার সম্ভাবনা
আছে শুধু স্পর্শে বিষ আর বিষ মুখের অণুবীজে
যা ছড়ায় দ্রুত সামাণ্য ব্যবধানে
তাই নয় কোন করমর্দন বা আলিঙ্গন
নয় কোণ হস্তবন্ধন ,বা ঘেঁষাঘেঁষি চলন ।
এখনো হয়নি এর শক্তির পুরা পরিমাপ ,
বীজের ক্ষমতা সইবারে চাপ আর তাপ
আর বয়সভেদে আক্রমণে কী আনে সন্তাপ ।
তাই আজ দিদিমা পিসিমার শুচিবায় রোগ ,
নির্দ্বিধায় কমায় মোদের এ রোগে কষ্টভোগ ৷
বারবার হাত ধুলে ,মুখে চোখে না দিলে হাত
শুচিতা ফেরেনা শুধু পরমায়ু বাড়ে সহস্র রাত ।
সঠিকভাবে ‘লকডাউন’ মানলেই দেবে প্রতিরোধ কাজ
নইলে দেখো ঘরে ঘরে মৃত্যুমিছিল করবে বিরাজ
তখন শুধু আফশোষআজকের আচরণে পাব যে লাজ ।।
তাই বলি বন্ধু সব অপার সুখের তরে দুদিনের কষ্টভোগ
আজকের হুল্লোর ,রংবাজি আনবে জীবনে সবার দুর্ভোগ