কাস্তে কবির জন্মদিনে
আজ তোমার জন্মদিনে  তোমায় জানায় প্রণাম
কাস্তের গুণগানে দিনেশ তোমার হল সুনাম ৷
‘কাস্তে’কাব্যে র’এ যূগের চাঁদ হল কাস্তে’
দেশে কৃষির বিকাশ ঘটায় দেখি আস্তে আস্তে ৷
চল্লিশ  ও পঞ্চাশের এ দুই  মড়কের  দশক
তামার কাস্তে র গুণগানে মাতে সব কৃশক ৷
ঐসময়ের  বামনীতির ধারার কর্মী হয়ে তুমি
শ্রমিক কৃশক তরে  জাগিয়েছ ‘মাতৃভূমি’
করেছ শিক্ষকতা  ,প্রাকাশিছ’অহল্যা’,’কবিতা’
হয়েছ তুমি  প্রিয় বহু সাহিত্য-পুরস্কার বিজেতা ৷
তুমি বোধহয় প্রথম গেয়েছ বন্ধু কাস্তের গুণগন
জন্মদিনে তাই তোমায় জানায় দিনের রঐকতান।  (১৬/৯)