কামিনী রায় স্মরণে
        ছোটবেলায় চিনেছি তোমায়
       ফুলফোটা জানায় তোমার কবিতায়…,
       থড় হয়ে জানি তুমি সে কামিনী
       যাহার ছটায় শেষ যে যামিনী ,
       পুরুষের…সাথে যে তাল রাখতে      
       ভারতে প্রথম অ‘নার্স…’নিলে হাতে ।
       বেথুনেতে শিক্ষা সেথা দিলে শিক্ষা…।
       পঞ্চদশী তুমি কাব্যে দিলে পরীক্ষা
ো    কবি হেমচন্দ্র মানেন স্বতন্ত্র  
       দৃষ্টি যেন মন্ত্র চায় গণতন্ত্র ।  
       তব ‘আলো ছায়া’পায় কত মায়া ,
     ( দীর্ঘ )কবিতার কায়া তায় মধু-ছায়া
    ‘ জগৎতারিণী ‘পদক ঈনয়তো চমক
     ‘মহাশ্বতা পুন্ডীরক ‘বাড়ায়নি তো গমক।
     তাই মোর মনে তব জন্মক্ষণে
     রচি কিছু চরণে  তোমার স্মরণে ৷।(১২/১০)/১৮৬৪