কালীপ্র্রসন্ন স্মরণ
  অসামান্য্  প্র্রতিভার অধিকারী  তুমি
   তোমায় গর্ভে ধ’রে ধন্য্ এ  বঙ্গভূমি   ৷৷
     বাল্যে গড়া তব‘বিদ্যোৎসাহিনী সভা’
     বাংলার সংস্কৃতিকে করে যে মনোলভা
  তারই ফলশ্রুতি ঐ নামের পত্রিকা প্রকাশ
    আর সচকিত ক’রে তোলে অপরূপবিকাশ  ৷
   আরো মহৎকাজ মহাভারতের অনুবাদ
     আপামর বাঙালীকে দিল সে পুরাণের স্বাদ ৷
   তারপর সম্পাদনা করা ‘হিন্দুপট্রিয়েট’কাগজ
   ঘুরিয়ে দিয়েছে জানি শাসক বিদেশীর মগজ ৷
   নাটক লিখেছ কিছু করেছও সার্থক অভিনয়
    আরো সার্থক কাজ সাহিত্যে কথ্যের পরিচয়
তোমার ‘হুতুমে’র মুখে কথ্যভাষা ব্যবহার
তোমার অকালমৃত্যু বিধাতার যেন অবিচার