কাল দোল
         আজ চাঁচর কাল আসবে দোল
\        মনে তাই জাগে বুঝি হিল্লোল ৷
          আজ করি সব জঞ্জাল একঠাঁই
          তারপর পুড়িয়ে করি তারে ছাই ৷
           সেই  ছাই দিই দেবতার পায়
          আর পরে গুরুজন পায়ে ঠেকাই ৷
           তার সাথে মিশিয়ে ভেষজ ফাগ
         খেললে দেখি বাড়ে সবে অনুরাগ ৷
          এভাবে মানি সবে হোলিকা বিদায়
          জনতা পুড়ায় তারে অত্যাচার সীমায় ৷
          প্রহ্লাদে আহ্লাদে অত্যাচার ক’রে যায়
          রাজা বোঝে শেষে ভগিনীর যন্ত্রনায় ৷
         এভাবে হয়েছে শুরু হোলিকা থেকে হোলী
    আজও তার নামে ভয় আমরা মেনে চলি ৷
  উত্তরভারতে তাই আজও জ্বলে হোলিতে রঙ
  অন্যত্র চলে চৈতন্যের খোলে প্র্রেমের তরঙ ৷