কবিকে  
       একদিন তুমি এখানেতে ছিলে
       কথা ওসুরে মন ভরিয়ে দিলে ,
       ছন্দ ছন্দে কী সুগন্ধে মন মাতালে
       তারপর তুমি চলেগেলে চির আড়ালে ।  
       জানি কোনদিন পাবনাযে দেখা আর
        অপরূপ সে রূপের স্পর্শ তোমার,
        শুধু পাব শত শত সাহিত্য সম্ভার
       অতৃপ্ত বইবে কী সে অসনীয় ভার !
       তার বহু ইঙ্গিত আছে সঙ্গীতে তোমার
       যাতে হয় জীবনেতে স্ফুরণ সততার ৷
      আর আছে বহুতর চিন্তার সম্পদ
     যাতে  হবে আ্দর্শের অপচয় রদ৷
     তুমি সবে পড়িয়েছিলে প্রীতির রাখি
     বিশৃঙ্খল বিশ্বে তাই তোমাকেই ডাকি ।
……………………………………………..
          নেতাজীকে