কবিগুরুর প্রতি
কতনা বলো কাব্যকথা
রয়েছে তোমার ঝুলিতে
কতনা দুঃখ ব্যথা
তোমার গানের কলিতে ,
কতনা বল রঙ
তোমার হাতের তুলিতে
কতনা ঝরে তেজ
তোমার ধর্মের বুলিতে
কতনা আবেগে
দেশের কথা বলিতে
কতনা সমঝ
তুমি পথ চলতে ।
কতটুকু দেখেছি বল
চলন পথের কুলিতে
তবু কেন বল
পারিনা তোমায় ভূলিতে !