জীবনানন্দ স্মরণে
জীবনানন্দ আর বনলতা সেন
উভয়কে সকলেই জানি চেনেন ।
উভয়েই স্মৃতির অমূল্য সম্ভার
কে বড়,কে প্রিয় দুরূহ সে বিচার ।
উভয়ের আছে বিভিন্ন শরীর ,
মনে তাদের নেই কোনই চিড় ।
বনলতার সলাজ আঁখি
হয়েছে তাই নীড়ের পাখী ,
আর সেখানেই জীবনানন্দর মন,
প্রেয়সীরে খোঁজে অনুক্ষ ;
পাখির ডিমের খোলা,সাপের খোলস
নিথর জলের তলে চিতল কী কালবোস ।
সেথা বনলতা শরীরে নিয়ে ইলিসের ঘ্রাণ
পৃথিবীর মানুষে দিল বিচিত্র প্রণ,
আর জগতে আনে এক নতুন রূপ
সুখ আছে শান্তি নাই,বোধ নিশ্চুপ ।
রূপসী বাংলার ধানসিঁড়ি মাঠে
তারাই দিয়েছে মন নতুন পাঠে
তবে নাটক হয়েছে শেষ
ফিরে গেছে সেই দরবেশ ,
পড়ে আছে সে ধূসর পান্ডুলিপি ;
আরকীর্তিনাশার বুকেজাগা ঢিপি ।
একাকী তুমি অন্যমনস্ক বড়
তাই প্রাতঃভ্রমণে ট্রামে চাপা পড়’
শেষে তাই খুঁজে পায় চেনা লাসকাটা ঘরে//
ব’লে গেলে শুধু‘আবার আসিব ফিরে’ ।।