জীবন কান্ডারী
জীবন তো থামতে জানেনা
সে সদা জেনো গড়িয়ে চলে
যতই আঘাত করোনা
মৃত্যুর কোলে পড়ুক না ঢলে;
তবুও জীবন তো থামবে না ।
জীবন জেনো এগিয়ে যাবেই
এই মৃত্যুমিছিল তো থামবেই
মানুষ আবার চাঁদে দেবে পাড়ি
বিপদের মুখে হবে সে কান্ডারী ।
…………………………………………………….