জন্মদিনে(২২/৬)  
      জন্মদিনেবারবার মনে হয়                
        কত অভিজ্ঞতা করলেম সঞ্চয়   ,      
        সূর্য ডুবলেই তাই বুঝি মনে হয়          
        গতি যেন ধীরে ধীরে পায় লয় ।
        কতদিন এ পৃথিবীর নিলাম উত্তাপ
         কুড়ালেম কত সুখ ,দুখ সন্তাপ ,
        এখন এগিয়ে আসছে যাবার সময়  
        স্মৃতি স্বত্ব সত্তা নিত্য পায় তাই ক্ষয় ৷          
        কাজের হিসাবে দেখি বহু কাজ বাকি ,
        জানিনা কীভাবে সাঙ্গ হবে  কাজ না দিয়ে  ফাঁকি ,    
        দু চার দশক যদি  ধর আরো বেঁচে থাকি  
        তবুওতো বহ কাজ রয়ে যাবে বাকি ৷
        তাই মনে মনে শুধু প্রস্তুত হই    
        ডাক এলে    চলে যেতে  দ্বিধাগ্রস্ত না হই    ;    
        এলেই সময় যাবার তরে সে গন্তব্যস্থলে  
        হাসিমুখে যেন যায়  সব পুষ্পকীট নিয়ে  গলে ৷      
……………………………………………………………………………………………………………………………