,,,,,,,,,,,,,,,,
হে মাা জগদ্ধা্ত্রি জগতের সবার মঙ্গলকামিনী
তবে জগতে কেন আজ করোনায় ঘেরা যামিনি। ।
জগতের মঙ্গলতরে তোমায় ডেকেছে যে রাজ
সেই কৃষ্ণনগরের ষকৃষ্ণের সৌজন্যে তব বিরাজ
, তোমারই শুভেচ্ছায় চন্দননগর আজ আলোর সহর
দিণভর যেথা হয় আলোর কাজ সেই আলর সহর
কেন বল আজ তোমার পূজায় নয় আলোকময়
কেন এই অতিমারি ছড়াল বল তোমারই বিশ্বমাঝ !
তোমার পূজায় শোভাযাত্রা নাই নাই আলোর কাজ ।
তোমার শুভেচ্ছার আলোয় কাটুক এ নিকষ আঁধার
আলোর সহরে মা তোমায় পূজিতে চায় বারবার ।