ইদল ফেতর
পবিত্র রমজান শেষে এল যে ইদ
কিন্তু করোনা আবহে টলেছে ধর্মের ভিত
কেড়ে নিছে যেন জীবনের সব সঙ্গীত ।
কোথাও নয়কো সমবেত কী যৌথ নামাজ
নয় কোন গান কী খুসির আওয়াজ
ঘরে ঘরে ছড়িয়েছে করোনার কোপ
তাই নয় আর নিরাপত্তার বুদ্ধও লোপ
ঘরে বসে হোক পারিবারিক নামাজ
ধর্মও রবে হবে সম্প্রীতি রক্ষারর কাজ ।
শরীর থাকলে দেখবেতো বহু খুসীর ইদ
করোনা অবহেলায় না টলালে প্রাণের ভিত।
ঘরে কর বিরিয়ানি,গোস্ত,আর সিমাই
কিছু দিও তাদের যাদের কিছু নাই ।
মিলেমিশে এভাবে ভাগ করে নাও খুসি
প্রাণ যাবে ভ’রে আনন্দ পাবে মন ঠুসি ৷
।
তবু জানি পরিশেষে সত্যের হবে জয় ,