হিরোসিমা নাগাসাকি
           মনে পড়ে কতদিন আগে বিশ্বযুদ্ধ হয়েছে ভারী
           ধ্বংসের দিন যেন শেষ হতে চায় তাড়াতাড়ি
           তাই বোমার আঘাতে ধ্বংস’ হয় পার্ল হার্বার
           প্রতিশোধ স্পৃহায় মানুষ হারায় নৈতিক বিচার
           তাই পঁয়তাল্লিশের আগষ্ট মানুষ হয় অবিবেচক
           তাই চায় আণবিক বোমার শক্তি কর তে পরখ
            ৬ই কেড়ে নেয় হিরোসিমার সমৃদ্ধি আর সুখ
            ৯ই অনুরূপ আঘাতে কাঁপেকোটি জনতার বুক
            বিষবাষ্পে ভরা নাগাসাকি দেখেধ্বংসের মুখ
            সাথে সাথে বিশ্বের মানুষ ভাবে কারা অপরাধী
            কারা ধ্বংসকামী !ভাবি কারা মানবতার বিরোধী !
           জানি না কেন হলো দেশে দেশে শক্তির আস্ফালন
            ধ্বংস নয় সবে চায়  পগতি আর বিশ্বের  সদ উন্নয়ন ৷
            তাইতো সৃষ্ট হলো শান্তির তরে রাষ্ট্রসঙ্ঘ  ,তার  বিস্তার  
             আণবিক যুদ্ধ আর নয় আর নয় ধ্বংস  কোথাও  ৷মানবতার