হাঁটি
আবহমান কাল ধ’রে
আমি হেঁটে চলেছি, হাঁটছি
ি এখনো হাঁটি
এক ঘর থেক অন্যঘরে
বাঁধা পথ ছেড়ে অন্য পথ ধ’রে
এক দেশ থেকে অন্য দেশে
কখনো কেঁদে কখনোবা হেসে ।
আমি হেঁটে চলি,আমি হাঁটি
পথে কখনো পেলাম সব ভেজাল
কখনো দেখলাম সব খাঁট
কখনো পেলাম জয়মালা
কখনো পেলাম চাঁটি ।
আমি হাঁটি শুধুই হাঁটি
কখনো থামি গাছের ছায়া য়
কারো ঘরের শীতল দাওয়ায়
কখনো বা আপন ভিটেমাটি
কখনো বেশভূষা এলোমেলো
কখনো তা বেশপরিপাটী ।
কখনো উড়ি যেন হাওয়ায়
কখনো বা ধরি লাঠি
এভাবেই আমি হাঁটি ।