আকাশে দেখ উড়ে আজ কত তেরাঙা ধ্বজ
আজ শুধু ভাবে সব, উন্নয়নকথায় ভরা মগজ ৷
ওইতো ঘর ঘর আজ উড়ে ধ্বজ পত্পত্
সেইখানে বাঁধা মন ঐ দেয় জীবনে সঙ্গত ৷
ঔতেরাঙার গৈরিকে দেখ ত্যাগের নিশানা
আর শ্বেত দেয় বিশ্বশান্তির দৃঢ়পরোয়ানা ৷
আর সবুজে দেখ জাতির জীবনেজাগা উচ্ছ্বাস
আছে দেখ যৌবনে বিশ্বাস যুবশক্তিরআশ্বাস ৷
ত্রিবর্ণের উপরও আছে এক অদৃশ্য রং
সে হলেও উচ্ছাসেভরা তা হৃদয়ের রং
সেখানে দেশছাড়াকিছু ভাবাটাই ভড়ং
দেশ কোন সীমাবদ্ধ ভূমি নয় বিশ্ব বরং ৷