……………………… গণেশ চতুর্থী
ভাদ্রের শুক্লা চতুর্থী হল গণেশ চতুর্থী
এদিন ঘরে ঘরে পূজা পান গণেশ-মূর্তি ,
হরপার্বতীর জেষ্ঠ্য সন্তান আদরের স্থান
রাহুর কোপে জন্মপরে হয় শির অন্তর্ধান
হরের ঘরে কেহ না সহে অপমান
ক্রুদ্ধদেবে শান্ত করতে হন গজানন ।
স্থির হয় দেবকুলে পূজ্য হয়ে হবে অধিষ্ঠান
সবপূজার শুরু তাই গণেশপূজার বিধান ।
স্বভাবসিদ্ধ তিনি ভজনে হন সিদ্ধিদাতা
আবার তিনি গণপতি জনগণের নেতা ।
তাঁর লেখনী ব্যস্ত বণিকেরর হিসাব রক্ষায় ।
আশুতোষ পুত্র তাই তাঁরে স্বল্পে তুষ্ট মানি
আজ তার জন্মদিনে তাঁরই পূজা আজ জানি
তাঁরই অনুলিখনে পুষ্টি দেখি ব্যাসের রচনায়
ভাগবত,মহাভারতাদি সর্বগুণের সাধনায়।
……………………………………………………………