গান্ধী জয়ন্তীতে
অহিংসার সাদা পথ ধ’রে
জীবনযুদ্ধে লিপ্ত ছিলে সত্যকে পেতে
রাম-রহিমমের মিলন সেবায়
সচেষ্ট হলে তাই সর্বদায় ,
আর সেই সত্যের বন্দনায়
জাতিবিদ্বশের আগুনে হলে ছাই ।
পৃথিবীর বুকে শান্তি আনতে
অহিংসায় ছিল বিশ্বাস
সেই’জাতির জনক ‘গুলিবিদ্ধ স্বদেশে
এ কি নয় চরম পযিহাস ।
তাঁরই রক্তে সেরেফেলে স্নান
যারা খুসিতে রয় অম্লান
তারাই তাঁর সার্ধশত জন্মদিনে
জানাতে চায় অঢেল সম্মান ।
তাদের এই ভন্ডামি অবিরাম
সত্যই মনে হয়নাকি হারাম ,
স্বর্গদ্বারে এসে আম্লা হেসে
বলবে না কি ‘হা-রাম হা-রাম ‘ ।