অপার দীলিপকুমার রায় স্মরণে……………………………..
তুমি কবি , লেখক, শিল্পী, গীতিকার
সম্যক মুল্যায়ণ হলোনা সে প্রতিভার ৷
তুমি ভারতের সংষ্কৃতির অনন্য রূপকার
তোমার গুণের নেই সীমা ,সে
তোমার সুরে নতুন সুরের বাজে ঝঙ্কার ৷
তুমি যোগ্য পিতার যোগ্যতর সন্তান
বিলাতফেরত হয়ে তোমার অভিযান ,
নতুনতর সংস্কৃতির সে রূপদান
সাংস্কৃতিক জগতে তোলে তুফান
ফৈয়াজের শিষ্য হয়ে শাস্ত্রয় সঙ্গীত
তোমাকে দেখালো যেন নু তন দিক ৷
অতুলের বন্ধু তুমি অরবিন্দের শিষ্য
পন্ডিচেরী দিলতোমায় আর এক বিশ্ব ৷
আ জ ত ব শতোত্তর রজতবর্ষেকরি নমস্কার
জাতি তোমায় জানায় আজ স্মরণ পুরস্কার