দিল
যদি ভাব ভাই কোন সাথী নাই
একটা সাথীতো মিলবে হামেশায়
দূর আকাশের  চাঁদের হাসির  সীমায়  
তার মনোলিসার  মতো দুর্জ্ঞেয়  হাসি  
যা আমরা  সকলেই জেনো ভালবাসি ৷৷
কিন্তু ভালবাসার কথায়  নাই শিহরণ আজ
সে কথায় জাগে ভয়  হৃদয়েরর   মাঝ ,
কারণ সেখানে অবিশ্বাস এঁটেছে যে খিল
তাই কথায়  আচরণে নেই কোন মিল
দিলদার হয়েও দেয়নাতো কেউ দিল ৷


(।