ধনতেরাস আজ নাকি ধনতেরাস
শুনে জাগে কারো ধনের পিয়াস
আমার কিন্তু বুক করে ধরাস ধরাস
সকালেই মা ডেকে কন ‘শোন পলাস
আজ বিকালে বৌকে নিয়ে বাজার যাস
কিনবি দুজোড়া রুপোর বড় গেলাস
বৌকে দিস হীরাবসা দুটো কানপাস
আনবি সোনার জরির লক্ষীর ফরাস
তাতে লক্ষী হবেন তুষ্ট আমার বিশ্বস ৷
ছঁপোষা ব্যাপারী করোনায় উঠে শ্বাস
তাই মার কথায় বুক করে ধরাস ধরাস ৷