করোনা’র আক্রমণ
করোনাকে কভূ কোরনাক অবহেলা
নচেত অচিরে ডুববে জীবনের ভেলা
অধিক দ্রুততায় করে সে আক্রমণ
দেশবিদেশে দেখি তার বিচিত্র আচরণ ,
সাধারণ কাশি জ্বর নিয়ে হয় আগমন
পঞ্চমে সংস্পর্শে হয়তো শ্বাসকষ্ট সংক্রমন ।
নিঃশব্দে সে ফুসফুস ক’রে দেয় বিকল
দেশে দেশে নামে শীঘ্র মৃত্যুরই ঢল ।
বাঁচাউপায় শুধু জেনো সংক্রমণ রোধ
গৃহবন্দী থাকার সুস্থ চেতনার বোধ । ।
একগজ দূরত্ব রেখে সর্বত্র চলুক জীবন …………………………………………
তাই ‘লকডাউন’ই রুখবে সংক্রমণ ।
আর ঢাক নাক চোখ পড়ে সে মুখোশ
যাতে চাপা থাকে নাক,অন্যে নয় আপোস
বারবার ধৌও বাসন আর সাবানেতে হাত
আতঙ্ক নয় সতর্ক থেকে করর দিনপাত ।ৌ
নয় কোন করমর্দন ,নয় আর আলিঙ্গন
নয় কোন রোগীর সংস্পর্শকথা গোপন ,
তাহলে অচিরেই ধ্বংস হবে এই রোগ
ভবিষ্য সুখের তরে দু পক্ষের কষ্টভোগ ।
…………………………………………………..