–কতদিন বলেছি না,অযথা ভেবোনা
     করোনার মতো বিপদ আজ নুতন না
     কত মহামারী প্লেগ,ম্যালেরিয়া,কুষ্ঠ ,যক্ষা
     পোলিও,ফ্লু ,ডেঙ্গু নিত্য ক’রে ধৈর্যের পরীক্ষা  
    দমাতে পারেনি মোদের,আজও জেনো পারবে না
   মানলেই হবে কিছু নীতি-‘করোনায় কোরোনা ।  
    তাই বলি হাত সাবানে না ধুয়ে খেওনা,নিওনা
    মাস্ক বা মুখঢকা না দিয়ে শরীর বাহির কোরোনা
      পরস্পরে এক গজের ব্যবধন  কখনো নাশ কোরোনা  ।
      স্থানবদলে পক্ষকাল‘নিভৃতাবাসে’যেতে দ্বিধা কোরোনা
                                                 শরীর  জানালেই ‘করোনা ‘পরীক্ষায় দেরী যেন কোরোনা  ।
          সংক্রমণরোধকারী বেশ ছাড়া রোগী স্পর্শ করোনা
          নমস্কার ছাড়া কভূ করমর্দন ভূলেও কোরোনা
         হাত ধুয়ে গ্লাভস ছাড়া রোগীর কিছু স্পর্শ কোরোনা
          আর আপাতত কিছুদিন কোন জমায়েত কোরোনা ।                                                  
                 এভাবেই চললেই যেন ‘করোনা’র গতি হবে ত্বরা বন্ধ
                  আর মোরা ফিরে পাব হারানো সে জীবনের ছন্দ         ৷