ঃ করোনায় বাঁচি ঃ
করোনায় আতঙ্ক নয়,নয় কোন ভয়
এ যুদ্ধে মোদের হবে জয়,নাই সংশয় । মাত্র কয়েকটা দিন সবে গৃহবন্দী রয়
তাতে জেনো সংক্রমণ প্রতিহত হয়
তবে তাই মরি কেৢন মনে পুষে রেখে দ্বিধা
বিনা বাক্যে কেন সব মামবোনা সিধা ।
কেন বল ভাঙ্গবো নীতি রবনা ‘বন্দী’
বাইরে যেতে আঁটবো নানাবিধ ফন্দি !,
এতে ক্ষতি ছাড়া কোন লাভ নাই ভাই
এই ভূলে ডুববে তুমি আর গৃহস্ত সবাই
মনে রেখ দেশ,রাজ্য,গ্রাম ও বাড়ীর প্রধান
তাঁরা অযথায় দেয়নাতো কোন মিছে বিধান ।
পরস্পরে নয়তো মাত্র কিছুদিন ঘেঁসাঘেঁসি
হাটে বাজারে রেসনে নয় অযথা মেলামেসি এস তাই রবিবার পাতিগে চাঁদধরা ফাঁদ
আলো সব নিভিয়ে নমিনিট দেখি শুধুই চাঁদ
আজ তাই আঁধারে পায় ডীবনের অন্ধকার
এসো সবে দেখাই একতাই শক্তির আধার
তারপর ঋষিবাক্য মিথ্যে নয় তারশক্তি অপার
আশার আলোয় ঘুচবে জেনো করোনার আঁধার ।