।………ছড়াগান……….
এসো ভাই সব্বাই গান গায়
দূরে দুরে থেকেও মিলে যায়
লকডাউন মেনে চলি সব্বাই
দশের দেশের শুভ কামনায় ।
জিনিস তো ফুরাবার ভয় নাই
সঠিক দূরত্ব দাঁড়াও সবাই,
বাজার রেসন এভাবে নাও,
ব্যাঙ্কে ,ওষুধে লাইন লাগাও
মুখে রাখি মাস্ক হাতে ঘসি সাবান
করোনায় করি এসো খান খান,
অকারণ হব নাতো ঘরেয বার
এ নিয়ম মানলে মঙ্গল সবার ।