চিন্তা
চিন্তারা দিনরাত দেয় পাহারা
তাই সব কিছু হয় নির্বিঘ্নে সারা , ,
তবু সব চিন্তার পায়নাকো হেতু
কর্মের সাথে সে তবু বাঁধেসেতু
এ ভাবেই চিন্তারা করে বিস্তার
মনের কাজের নেয় তারা ভার
আমৃত্যু চিন্তারাই হয় তাই পুঁজি
পেয়েও অস্তিত্ব সর্বদায় তা খুঁজি ৷
এই সেই যাকে নিয়ে কাঁদি,হাসি
না চাইলেও পেতে ভালবাসি ৷
স্বর্গে মর্ত্যে এই চিন্তাই দেয় ঠাঁই
স্বার্থের চিন্তারা জাগায় হিংসায়
এভাবে চিন্তারা ঠাঁই নেয় আকাশে
যখন সন্ত্রাসের গন্ধ ভাসে বাতাসে ৷
……………