সাহিত্যের তিন বন্দ্যোর জেষ্ঠতম তুমি
‘পথের পাঁচালী’হল তাই তোমার শিল্পভূমি ।
গ্রামের বিচিত্র চিত্র দেখি তোমাদের লেখায়
নদী সাথে জীবনের ভরাট গতির একতায়।
পদ্মা ও ময়ূরাক্ষীর দুরন্ত বাঁধভাঙা গতি
তার সাথে পাল্লা দেয় সতেজ ইছামতী ।
নদী ছাড়িয়ে মন তবু হয় অরণ্যবাসী
আর সেই আরণ্যক মন বলে ভালবাসি।
‘দেবযান’তাইছোটে নিয়ে’চাঁদের পাহাড় ‘
সেখানে দেখি আবারৢ ‘বিপিনের সংসার’।
এভাবেই তুমি রবে অম্লান মনের কোটরে
মৃত্যু সে তুচ্ছ বিফল ভাঙতে স্মৃতিরদুয়ারে ।